অনলাইন ডেস্ক॥
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সাবেক খতিব ও বর্তমান ইমাম সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে তিনজন আহত হয়েছেন। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে একজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে জাতীয় মসজিদে একটি দল নিয়ে প্রবেশ করেন সাবেক খতিব মাওলানা মো. রুহুল আমিন। এমন পরিস্থিতিতে জুম্মার নামাজের দায়িত্বশীল ইমাম মাওলানা আবু সালেহ মো. পাটোয়ারীর অনুসারী তাদেরকে দেখলে উভয়ের সমর্থকদের মধ্যে হাতাহাতি ও মারামারি শুরু হয়। এ সময় বায়তুল মোকাররম মসজিদের দুই থেকে তিনটি গ্লাস ভেঙে যায়।
দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় পুলিশ। এ ঘটনার পর সাবেক খতিব মাওলানা রুহুল আমিন মসজিদ এলাকা ত্যাগ করেন।
বর্তমানে বায়তুল মোকাররম মসজিদ এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
সূত্র: ডেইলি-বাংলাদেশ
+ There are no comments
Add yours