এই স্কুটার দুর্ঘটনার আগে থেকেই সংকেত দেবে চালককে

Spread the love


অনলাইন ডেস্ক॥
দুর্ঘটনা ঘটার আগেই চালককে সংকেত পাঠাবে স্কুটার। ফলে চালক বুঝতে পারবেন সামনে দুর্ঘটনার আশঙ্কা আছে, তাকে সাবধানতা অবলম্বন করতে হবে। এমনই সেন্সর যুক্ত করেছে অ্যাথার এনার্জি তাদের নতুন এক ধরণের স্কুটারে। সংস্থাটি স্কুটারে এমন একটি সেফটি ফিচার্স সংযুক্ত করেছে, যেটি পিচ্ছিল রাস্তায় গাড়ি যাতে পিছলে না যায়, রাস্তায় উল্টে পড়ে না যায় তার জন্য স্কুটারে জুড়ে দিয়েছেন অ্যাডভান্সড রাইডার অ্যাসিস্ট্যান্স সিস্টেম। এর ফলে বাড়তি নিরাপত্তা পাওয়া যাবে এই স্কুটারে। এর মধ্যে রয়েছে স্কিড কনট্রোল ও ফল সেফ ফিচার্স। এর মধ্যে রাখা হয়েছে ট্রাকশান কনট্রোলের সুবিধা, যা কি না এই স্কুটারের মোটরে টর্ক সরবরাহ করে। এই ফিচার্সের মাধ্যমে স্বতঃপ্রণোদিতভাবে স্কুটারের গতিবেগ কমে আসে, চাকার ট্রাকশান কমে আসে। রাস্তায় যদি স্কুটারের চাকা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, স্কুটারের গতিবেগ আপনা থেকেই কমে আসবে। ফলে ভাঙাচোড়া রাস্তায়, পাহাড়ি রাস্তায় গাড়ি সুরক্ষিতভাবে চালাতে সাহায্য করবে এই ফিচার্স। এই বৈদ্যুতিক স্কুটার স্কুটার চালকরা অনেক দুর্ঘটনা এড়াতে পারবেন।

About The Author

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours