অনলাইন ডেস্ক
মনে করা যাক, হঠাৎ একদিন পৃথিবী তার ঘূর্ণন গতি থামিয়ে দিল। পৃথিবী নিজ অক্ষে ঘুরছে এবং এই ঘূর্ণনের কারণে দিন ও রাতের সৃষ্টি হয়। যদি এই ঘূর্ণন বন্ধ হয়ে যায়, তাহলে কী ঘটবে?
পৃথিবী ঘণ্টায় প্রায় ১,৬৭০ কিলোমিটার গতিতে ঘুরছে। যদি এই গতি হঠাৎ শূন্য হয়ে যায়, তাহলে পৃথিবীর পৃষ্ঠের সবকিছু-মানুষ, গাছপালা, বাড়ি-ঘর, প্রচণ্ড গতিতে উড়ে যাবে। মনে হবে, আমরা সবাই একটি দ্রুতগামী গাড়ি থেকে ছিটকে পড়ছি। সমুদ্রের পানি প্রচণ্ড গতিতে মহাদেশগুলির দিকে ধেয়ে আসবে এবং এটি বিশাল সুনামি তৈরি করবে। দিন ও রাত আর ২৪ ঘণ্টায় শেষ হবে না। একপাশে দিন ও অন্যপাশে রাত হবে। ফলে দিনের দিকে তাপমাত্রা বিপজ্জনক মাত্রায় পৌঁছে যাবে। আর রাতের দিকে তাপমাত্রা কমে সবকিছু জমে বরফ হয়ে যাবে। পৃথিবীর আবহাওয়ার বড় অংশ নির্ভর করে তার ঘূর্ণনের ওপর। ঘূর্ণন থেমে গেলে আবহাওয়ার গতিপথও অচল হয়ে যাবে। মেঘ এবং বাতাস স্থির হয়ে যাবে, ফলে যেসব অঞ্চল পানির অভাবে শুকিয়ে যাবে আর যেসব অঞ্চলে অতিরিক্ত পানি থাকবে, সেখানে বন্যা দেখা দেবে। এতে করে খাদ্য উৎপাদন ব্যাহত হবে এবং মানুষ ও প্রাণী উভয়ই বিপদে পড়বে। জীববৈচিত্র্য হুমকির মুখে পড়বে এবং বিলুপ্তির দিকে ধাবিত হবে। পৃথিবী থেমে গেলে পৃথিবী সূর্যের খুব কাছে চলে আসতে পারে কিংবা অনেক দূরে চলে যেতে পারে। এক্ষেত্রে, আমাদের গ্রহ হয় অতিরিক্ত গরম হয়ে যাবে, নয়তো এতটাই ঠান্ডা যে বসবাসের অনুপযোগী হয়ে উঠবে। প্রাণীরা দিন ও রাতের চক্র অনুযায়ী খাদ্য সংগ্রহ এবং প্রজনন করে। পৃথিবী থেমে গেলে এ চক্র নষ্ট হবে এবং তাদের মধ্যে বিভ্রান্তি দেখা দেবে। ফলে অনেক প্রজাতি বিলুপ্ত হয়ে যেতে পারে। এছাড়া স্থলজ, জলজ, এবং উভচর প্রাণীর বাসস্থান এবং খাদ্য শৃঙ্খলও ধ্বংসের পথে চলে যাবে।
+ There are no comments
Add yours