সাড়ে ১০ কোটি টাকার সবজির চারা বিক্রি

Spread the love


অনলাইন ডেস্ক॥
এখানে সবজির চারা উৎপাদনে বিপ্লব ঘটেছে। রবি মৌসুমে সাড়ে ১০ কোটি টাকার আগাম জাতের সবজির চারা বিক্রি করেন। ‘চারানগর’ খ্যাত বগুড়ার শাজাহানপুর উপজেলার শাহনগর গ্রামে গড়ে উঠেছে দেশের সর্ববৃহৎ সবজি নার্সারি পল্লী। এই সময়, শাহনগরে সবজি নার্সারি পল্লী কৃষকের পদচারণে মুখর। এ গ্রামের নার্সারিতে সবজি চারার মান ভালো হওয়ায় মরিচ, বেগুন, টম্যাটো, ফুলকপি, বাঁধাকপি, পালংশাকের চারা কিনতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার কৃষক এসেছেন। জানা যায়, ১৯৮৫ সালের দিকে প্রথমে শাহনগর বড়পাথার এলাকায় সবজি নার্সারি ব্যবসা শুরু হয়। তখন স্বল্পপরিসরে সবজি চারা উৎপাদন হতো। এ গ্রামের কৃষকের সাফল্যে অনুপ্রাণিত হয়ে উপজেলার বিশাল অঞ্চলজুড়ে এখন সবজি চারার চাষ করছেন নার্সারি মালিকরা। এসব গ্রামে গড়ে উঠেছে ৩০০-এর বেশি ছোটবড় নার্সারি। এখানে ফুলকপি, বাঁধাকপি, টম্যাটো, বেগুন, পেঁপেসহ হাইব্রিড জাতের আট থেকে নয় রকমের মরিচের চারা উৎপাদন হয়। এতে কর্মসংস্থান হয়েছে বিভিন্ন বয়সী হাজারো নারী-পুরুষের। শাহনগরের নার্সারিপল্লীতে দেশের ৪০ জেলার কৃষক চারা নিতে ভিড় করছেন। আগস্ট ও সেপ্টেম্বরে আগাম জাতের শীতকালীন সবজি চারা নিতে আসা ক্রেতায় মুখরিত থাকে এ অঞ্চল।

About The Author

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours