ট্রাফিক নিয়ন্ত্রণে হিজড়াদের নিয়োগের সিদ্ধান্ত

Spread the love

অনলাইন ডেস্ক॥
উপেক্ষিত হিজড়াদের জন্য বড় পদক্ষেপ গ্রহণ করলো তেলেঙ্গানা রাজ্য সরকার। চিরাচরিত ধারা ভেঙে এবার এই মানুষদের ট্রাফিক নিয়ন্ত্রণের চাকরিতে নিযুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে রেবন্ত রেড্ডির সরকার। কংগ্রেস সরকারের এই ঐতিহাসিক পদক্ষেপের প্রশংসায় সরব হয়েছে সব মহল। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি জানিয়েছেন, সবার সমান অধিকারকে গুরুত্ব দিয়ে এ প্রকল্প আনা হয়েছে। এর মাধ্যমে হিজড়াদের বেছে নিয়ে তাদের ট্রাফিক নিয়ন্ত্রণের কাজে নিয়োগ করা হবে। এজন্য হায়দরাবাদ ট্রাফিক পুলিশের পক্ষ থেকে তাদের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থাও করা হবে। সরকারের দাবি, এই উদ্যোগের ফলে ট্রাফিক নিয়ন্ত্রণ তো বটেই একইসঙ্গে এই সম্প্রদায়কে সমাজের মূল স্রোতে ফেরানোই তাদের লক্ষ্য। হিজড়াদের নিয়োগ করার পর তাদের জন্য তৈরি করা হবে আলাদা পোশাক। সরকারি চাকরির নিয়ম অনুযায়ী, ৬০ বছর পর্যন্ত চাকরির মেয়াদ, বেতনসহ সব রকম সুবিধা পাবেন তারা। প্রশিক্ষণের পর তৃতীয় লিঙ্গের ট্রাফিক পুলিশ বাহিনীকে নিযুক্ত করা হবে মূলত হায়দরাবাদে। 

About The Author

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours