আন্দামান সাগরে ভাসমান দুইশো বছরের পুরনো এক জেলেপল্লী

Spread the love


অনলাইন ডেস্ক:
জায়গাটা থাইল্যান্ডের পানী আইল্যান্ড। আন্দামান সাগরের বুকে ভাসমান দুইশো বছরের পুরনো এক জেলেপল্লী। প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এই গ্রামটির শতভাগ বাসিন্দাই মু’স’লিম। আর তাই এটি অনেকের কাছে মু’স’লিম আইল্যান্ড নামেও পরিচিত। মূলত মাছ ধরাই এই দ্বীপের মানুষের অন্যতম প্রধান পেশা। আর নেশা হলো ফুটবল। তাদের রয়েছে ভাসমান ফুটবল মাঠ। আর এই খেলা নিয়ে রয়েছে তাদের অন্যরকম এক গৌরবগাঁথা ইতিহাস। মোটকথা ভৌগলিক অবস্থান আর ব্যতিক্রমী জীবনযাপনের কারণে পর্যটকদের প্রবলভাবে আকর্ষণ করে পানী আইল্যান্ড। জানা যায়, প্রতিবছর হাজার হাজার পর্যটক এখানে ভ্রমন করে থাকেন। এখানে একটি ভাসমান মসজিদ রয়েছে। আছে বাজার। বেশিরভাগ দোকানের মালিক নারীরা।

About The Author

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours