আখাউড়া ব্লাড ফাউন্ডেশন বর্ষপূর্তি উপলক্ষে মিলনমেলা

Spread the love

নিজস্ব প্রতিবেদক:

রক্তদান হোক আপনার জীবনের শ্রেষ্ঠ উপহার,,এই স্লোগানকে সামনে রেখে আখাউড়া ব্লাড ফাউন্ডেশন এর এক বৎসর পূর্তি উপলক্ষে আখাউড়া ব্লাড ফাউন্ডেশন স্বেচ্ছাসেবী মিলন মেলা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
আখাউড়া শহীদ স্মৃতি সরকারি কলেজের হলরুম মিলনায়তন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব হুমায়ুন কবির মোল্লা সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ অত্র কলেজ। প্রধান অতিথি জনাব গাঁজালা পারভীন (রুহি) উপজেলা নির্বাহী অফিসার আখাউড়া। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জনাব ডা. আসাদুজ্জামান মেডিকেল অফিসার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা আখাউড়া সদর হসপিটাল, জনাব ডা.লুৎফর রহমান মেডিকেল অফিসার আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জনাব ডাক্তার আলাউদ্দিন সিরাজ ডায়াগনস্টিক সেন্টার আখাউড়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নাসির উদ্দিন প্রিন্সিপাল আখাউড়া টেকনিক্যাল আলিয়া মাদ্রাসা, জনাব সাজ্জাদ হোসেন সহকারী প্রধান শিক্ষক তুলাই শিমুল উচ্চ বিদ্যালয়। অনুষ্ঠানটিতে সহ-সভাপতির দায়িত্ব পালন করেন জনাব হারুনুর রশিদ উপদেষ্টা অত্র সংগঠন। বিশেষ আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক জনাব মহিউদ্দিন মিশু, জনাব আবির, জনাব মোঃ শাহাবউদ্দিন আহমেদ, জনাব অপু সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মী এবং বিভিন্ন সামাজিক ও সংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন আখাউড়া ব্লাড ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা জনাব রবিন খান, জনাব হামজাদ হোসেন কাজী লুভনা আক্তার সহ অত্র সংগঠনের সকল সদস্য ও স্বেচ্ছাসেবীবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন জনাব মনির হোসেন মাস্টার উপদেষ্টা অত্র সংগঠন। অনুষ্ঠান শেষে বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে অবদান রাখাই আখাউড়া ব্লাড ফাউন্ডেশন এর পক্ষ থেকে আমন্ত্রিত অতিথি এবং অত্র সংগঠনের বেশ কয়েকজন সদস্যদের মাঝে ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রধান করা হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের বক্তব্যে এই সংগঠনটির সদস্যদের সার্বিক কার্যক্রমের প্রশংসা করেন। এই সংগঠনটির সাফলতা কামনায় বিশেষ মোনাজাত শেষে উপস্থিত সকলের জন্য অত্র সংগঠনের পক্ষ থেকে দুপুরের খাবারের আয়োজন করা হয়।

About The Author

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours