আন্তর্জাতিক ডেস্ক:
দেশটির সেনাবাহিনীর একজন সিনিয়র কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন বলে খবর প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস।
ভারতের জম্মু-কাশ্মীরের কিশতওয়ারে সন্ত্রাসীদের সঙ্গে দেশটির নিরাপত্তা বাহিনীর তুমুল বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এতে অন্তত দুইজন সেনা নিহত হয়েছেন।
দেশটির নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, ওই অঞ্চল কিশতওয়ারের ছাত্রোতে অভিযান শুরুর পর সন্ত্রাসীদের সঙ্গে তুমুল বন্দুকযুদ্ধ হয়।
এ ছাড়া কাথুয়ায় নিরাপত্তার বাহিনীর অভিযানে দুইজন সন্ত্রাসী নিহত হয়েছেন।
এক বিবৃতিতে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জম্মু-কাশ্মীরে পুলিশ যৌথ অভিযানে নামে। এরপরেই সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলি শুরু হয়। এতে দুই সেনা নিহত হয়েছে।
+ There are no comments
Add yours