বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ভবন হতে যাচ্ছে বুর্জ আজিজি!

Spread the love

প্রতিবেদক

উঁচু উঁচু ভবনের জন্য খ্যাতি রয়েছে দুবাইয়ের। এই শহরেই বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফার অবস্থান। মরুভূমির শহরটিতে এবার নির্মিত হতে যাচ্ছে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ ভবন। আকাশচুম্বী এই ভবনটির উচ্চতা হলো ৭২৫ মিটার। ১৩১ তলা এ ভবনে অ্যাপার্টমেন্ট, একটি সাত তারকা বিলাসবহুল হোটেল ও সাত তলা শপিং মল থাকছে। বুর্জ আজিজির নির্মাণকাজ ২০২৮ সালে শেষ হওয়ার কথা থাকলেও ফেব্রুয়ারি থেকে অ্যাপার্টমেন্টগুলো বিক্রি শুরু হবে। দুবাইয়ের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার অঞ্চলে শেখ জায়েদ রোডে অবস্থিত বুর্জ আজিজি ২ হাজার ৭১৭ ফুট লম্বা বুর্জ খলিফার চেয়ে প্রায় ৩৪০ ফুট ছোট হবে। ভবন দুটি দুই মাইলেরও কম দূরে দাঁড়িয়ে থাকবে। তবে এটি শহরের দ্বিতীয় সর্বোচ্চ খেতাবের স্থানীয় প্রতিযোগীকে সহজেই পরাজিত করবে। বর্তমানে দুবাইয়ের দ্বিতীয় সর্বোচ্চ ভবন মেরিনা ১ হাজার ৩৯৪ ফুট। এটি বর্তমান বিশ্বের দ্বিতীয় সুউচ্চ ভবন মালয়েশিয়ার মারদেকাকে ছাড়িয়ে যাবে।

About The Author

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours