মেঘনা নদী যেন মাছের খনি

Spread the love

অনলাইন প্রতিবেদক:
মেঘনা নদী যেন মাছের খনি বলে মনে হচ্ছে। ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে দেশি মাছ। এতদিন মনে করা হত মেঘনায় মাছ কমে গেছে। কিন্তু সাম্প্রতিক বন্যার কারণে মেঘনায় বেড়ে পানি। বেড়েছে স্রোত। সেই সাথে বেড়েছে মাছ। জাল ফেললেই ওঠে আসে ঝাঁকে ঝাঁকে দেশি মাছ। এই মাছের মধ্যে রুই কাতলা মৃগেল আরও নানা প্রজাতির দেশি মাছতো আছেই। মৎস্যজীবীরা জানান, গত ২০ বছরেও তারা এতবেশি মাছ একসাথে জালে ওঠতে দেখেনি। এদিকে বাজারে মাছের সরবরাহ বেশি হওয়ায় আড়তে কমেছে মাছের দাম। আগে যারা ইলিশের জন্য হাহাকার করত এখন তারা বলছে, দেশি মাছই আমাদের জন্য আশির্বাদ বয়ে আনছে। অনেকের মতে, নদী দূষণ রোধ করা গেলে, নদীতে কারেন্ট জাল বন্ধ করা গেলে প্রতি বছরই মাছের উৎপাদন বাড়বে এই মেঘনা নদীতে।

About The Author

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours