ফরহাদ মজহারের নেতৃত্বে ‘জাতীয় সাংস্কৃতিক মৈত্রী’আত্মপ্রকাশ

Spread the love


অনলাইন ডেস্ক:
ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রেরণা ধারণ করে আত্মপ্রকাশ করেছে নতুন সংগঠন ‘জাতীয় সাংস্কৃতিক মৈত্রী’। এই সংগঠনের আহ্বায়ক হিসেবে থাকছেন রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার এবং সদস্য সচিব নির্বাচিত হয়েছেন গীতিকবি লতিফুল ইসলাম শিবলী।
জাতীয় সাংস্কৃতিক মৈত্রীর ২৫ সদস্যের আহ্বায়ক কমিটিতে রয়েছেন-কাজী জেসিন, আমিরুল মোমেনীন মানিক, সাম্য শাহ্, জুননু রাইন, সামসুদ্দিন হিরা, বিমল চন্দ্র দাশ, মামুন সারওয়ার, সাইয়েদ জামিল, জব্বার আল নাঈম, রাসেল রায়হান, প্রাচ্য মোহাম্মদ, সৈয়দ আহসান কবীর, রুদ্রাক্ষ রায়হান, পলিয়ার ওয়াহিদ, এহসান মাহমুদ, ইমরান মাহফুজ, সরোজ মেহেদী, শিমুল পারভীন, মঈন মুনতাসীর, দিদার মোহাম্মদ, ফরিদুল ইসলাম নির্জন, ফারুক হোসেন খান, ফারহানা নিমগ্ন দুপুর, সাইনা ইসলাম ও আবিদ আজম।
এর বাইরে সংগঠনটির উপদেষ্টা ও পরামর্শক পর্ষদে আরও কয়েকজন সদস্য রয়েছেন।
পর্যায়ক্রমে রাজধানীসহ সারা দেশে এটি সাংগঠনিক রূপ নেবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

About The Author

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours