অনলাইন ডেস্ক॥
ফিলিপাইনের আকাশে একটি ছোট গ্রহাণু আগুনের ঝলকানি হয়ে ঝরে পড়েছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। নাসা স্পেস এজেন্সি জানিয়েছে, পৃথিবীর বায়ুমণ্ডলের সঙ্গে সংঘর্ষের ফলে এটি আগুনের বল হয়ে আড়ছে পড়েছে। গ্রহাণুটি আকারে ১ মিটার বা ৩ ফুট। স্থানীয় সময় বিকাল ৪টা ৪৬ মিনিটের দিকে এটি ফিলিপাইনের লুজন দ্বীপের কাছে পশ্চিম প্রশান্ত মহাসাগরে এটি আড়ছে পড়ার সময় অ্যারিজোনার জ্যোর্তিবিদরা সেটিকে দেখেছিলেন। এবিষয়ে নাসার গ্রহাণু পর্যবেক্ষণ সাইটে আগেই সতর্ককতা জারি করা হয়েছিল। এতে বলা হয়, ফিলিপাইনের পূর্বাঞ্চলীয় উপকূলে এটি আগুনের গোলা আকাশে দেখা যেতে পারে এবং স্থানীয়রা ছবি তোলার জন্য আগ্রহী হয়ে উঠতে পারে। ২০২৪ আর ডব্লিউ ১ নামের গ্রহাণুটি প্রতি সেকেন্টে ১৭.৬ কিলোমিটার বেগে বায়ূমণ্ডলে প্রবেশ করে। ঘণ্টা হিসেবে যা ছিল ৬৩ হাজার ৩৬০ কিলোমিটার।
+ There are no comments
Add yours