অনলাইন ডেস্ক॥
নরসিংদীর অর্থনীতিতে ব্যাপক ভূমিকা রাখছে টক মিষ্টি স্বাদের লটকন। দেশের সর্বোচ্চ লটকন এই জেলায় উৎপাদন হয়। গত পাঁচ বছরে এ ফলের বাগান বেড়েছে ১২ শতাংশ। কৃষি বিভাগের তথ্যমতে, বছরে প্রায় ৩০০ মেট্রিক টন লটকন রফতানি হচ্ছে বিদেশে।
প্রতি বছর চাহিদা বাড়ায় জেলায় বাড়ছে ফলটির বাগানের সংখ্যা। তৈরি হচ্ছে নতুন নতুন উদ্যোক্তা। গত পাঁচ বছরে লটকন ফলের বাগান বেড়েছে ১২ শতাংশ। চলতি মৌসুমে লটকনের ফলন ও দাম ভালো পাওয়া বেশ খুশি বাগানিরা। তাদের দাবি মাত্র ২০ হাজার টাকা খরচে দু থেকে আড়াই লাখ টাকা পর্যন্ত আয় করা সম্ভব। ফলটির চাহিদাও বেশ ভালো। নরসিংদী থেকে বছরে সরকারি ও বেসরকারি পর্যায়ে প্রায় ৩০০ মেট্রিক টন লটকন বিদেশে রফতানি হচ্ছে।
+ There are no comments
Add yours