আলাস্কা ট্রায়াঙ্গেল: যেখানে চিরতরে হারিয়ে গেছে ২০ হাজার মানুষ

Spread the love


অনলাইন ডেস্ক॥

এই জায়গাটিকেই বলা হচ্ছে, নিখোঁজ মানুষদের সবচেয়ে রহস্যজনক জায়গা। বিশ্বের আর কোথাও মানুষদের রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যাওয়ার এতো ঘটনা ঘটে না। ১৯৭২ সালে প্রথমবারের মতো জায়গাটি আলোচনায় আসে। এসময় একটি ছোটো বিমান দুই জন রাজনীতিবিদকে নিয়ে হঠাৎ করে সেখানে উধাও হয়ে যায়। জানা ?যায়, ১৯৭০ সাল থেকে আলাস্কা ট্রায়াঙ্গেল এলাকায় নিখোঁজ হয়েছেন ২০ হাজারের বেশি মানুষ। ভিনগ্রহের বাসিন্দা ইউএফও আর বিগ ফুট সেখানে দেখা যাওয়ার নানা কাহিনি রয়েছে। বারমুডা ট্রায়াঙ্গলের মতোই এই অঞ্চলের শক্তিশালী তড়িৎ চুম্বকীয় বিকিরণ ও ভিনগ্রহের প্রাণীদের এর জন্য দায়ী করেছেন কেউ কেউ। আলাস্কা ট্রায়াঙ্গলের অঞ্চলটির দক্ষিণে দুটি স্থান হচ্ছে জুনাও এবং অ্যাংকোরেজ এবং উত্তরে উপকূলীয় শহর উটকোয়েগভিগ অবস্থিত। ত্রিভুজাকৃতির এলাকাটি আলাস্কা ট্রায়াঙ্গল নামে পরিচিতি পেয়েছে। আলাস্কার অন্য সব অঞ্চলের মতো এখানেও জনবসতি কম। কিন্তু এখানে মানুষ চিরতরে হারিয়ে যাওয়ার হার যুক্তরাষ্ট্রের অন্যান্য অঞ্চলের দ্বিগুণের চেয়ে বেশি। রহস্যঘেরা অতিপ্রাকৃত এই এলাকাটি নিয়ে প্রচলিত আছে নানা ধরনের ভয়ার্ত গল্প। এখানে থাকতে পারে ‘সাসকুয়াচ’ বা ‘বিগফুটে’র মতো প্রাণীদের বিভিন্ন গল্পও। সাম্প্রতিক বছরগুলোতেও আলাস্কা ট্রায়াঙ্গেল থেকে অনেক মানুষ রহস্যজনকভাবে হারিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। যদিও আলাস্কার কেবল এক শতাংশ এলাকায় মানব বসতি আছে, তারপরও মার্কিন যুক্তরাষ্ট্রের অন্য যেকোনো রাজ্যের তুলনায় এখানে মানুষ নিখোঁজের হার বেশি।

About The Author

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours