৪ ঘণ্টায় ১০২ মিলিমিটার বৃষ্টি ঢাকায়

Spread the love


প্রতিবেদক:

রাজধানীতে আজ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) ভোর ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত ১০২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।
বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়। জলাবদ্ধতার কারণে তৈরি হয় বিশাল যানজট। এতে সকালে ঘর থেকে বের হওয়া লোকজন পড়ে চরম ভোগান্তিতে।
আজ ভোর ৫টার দিকে বৃষ্টি শুরু হয়। রাজধানীর উত্তরা, যাত্রাবাড়ী, ডেমরা, বনশ্রী, রামপুরা, মালিবাগ, কারওয়ান বাজার, মিরপুর, শ্যামলী, কল্যাণপুর, মোহাম্মদপুর, ধানমন্ডি, গুলশান, বারিধারাসহ আশপাশের এলাকায় মুষলধারে বৃষ্টি শুরু হয়। থেমে থেমে বজ্রপাতের আওয়াজও পাওয়া যায়।
বৃষ্টিতে গরম থেকে স্বস্তি মিললেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোগান্তিতে পড়তে হয় অফিসগামী মানুষ ও শিক্ষার্থীদের। একই সঙ্গে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার কারণে তীব্র যানজটে পড়তে হয় নগরবাসীকে।
আবহাওয়াবিদ শাহনাজ সুলতানা জাগো নিউজকে বলেন, ‘বর্ষার বিদায়ের মুহূর্ত চলছে। এমন অবস্থায় হঠাৎ হঠাৎ মেঘ জমে বৃষ্টি ঝরছে। ঢাকায় আজ ভোর ৫টা থেকে ৬টা পর্যন্ত ২২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এরপর ৬টা থেকে সকাল ৯টা পর্যন্ত ৮০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। চার ঘণ্টায় মোট ১০২ মিলিমিটার বৃষ্টি হয়েছে।’

About The Author

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours