চীনে ভিড়ের মধ্যে স্কুল বাস, নিহত ১১

Spread the love


ডিজিটাল ডেস্ক:

চীনের শানদং প্রদেশে ভিড়ের মধ্যে স্কুল বাস তুলে দেওয়ার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১১ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে পাঁচজন শিক্ষার্থী। এতে আহত হয়েছে আরও বেশ কয়েকজন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এই তথ্য জানিয়েছে। খবর বিবিসির।
প্রতিবেদনে বলা হয়েছে, আপাতদৃষ্টিতে মনে হচ্ছে বাসটি শিক্ষার্থী ও অভিভাবকদের ওপর ইচ্ছাকৃতভাবে পিষে দিয়েছে। তারা তাই’য়ান শহরের একটি স্কুলের দরজার বাইরে দাঁড়িয়ে ছিল।
তবে দেশটির রাষ্ট্রীয় মিডিয়া বলছে, চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন। তাকে হেফাজতে নিয়ে যাওয়া হয়েছে এবং দুর্ঘটনার কারণ জানতে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। এটা এখনো স্পষ্ট নয় যে এই দুর্ঘটনা উদ্দেশ্যমূলক কিনা।
চীনের রাষ্ট্রীয় মিডিয়া এখন পর্যন্ত ১১ জন নিহতের খবর নিশ্চিত করেছে। সেইসঙ্গে আহত ১২ জনের অবস্থা স্থিতিশীল বলে খবরে বলা হয়েছে।

About The Author

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours