আন্তর্জাতিক ডেস্ক:
রাশিয়ায় রাতভর ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। শনিবার রাতে ইউক্রেন থেকে এ ড্রোন হামলা চালানো হয়েছে।
ইউক্রেনের হামলার কথা স্বীকার করে নিয়েছে রাশিয়ার প্রশাসন।
তারা জানিয়েছে, শনিবার রাত থেকে পর পর অনেকগুলো ড্রোন ইউক্রেনের দিক থেকে উড়ে এসেছিল। কিন্তু তাতে ক্ষয়ক্ষতি এড়ানো গিয়েছে। কারণ, ড্রোনগুলো আকাশ থেকে গুলি করে নামানো হয়েছে। রাশিয়ার মাটি ছুঁতে পারেনি।
মস্কোর মেয়র সার্জেই সোবিয়ানিন জানিয়েছেন, রাজধানীর দিকে উড়ে আসা একটি ড্রোন রাতে গুলি করে আকাশেই ধ্বংস করা হয়েছে। এছাড়া, রাশিয়ার দক্ষিণ-পশ্চিম সীমান্তের দিকে অন্তত এক ডজন ড্রোন ছোড়া হয়েছিল বলে অভিযোগ করা হয়েছে। সেগুলোও ধ্বংস করে দেওয়া হয়েছে।
তবে রাশিয়ায় ড্রোন হামলা প্রসঙ্গে এখনো ইউক্রেন থেকে কোনো বার্তা আসেনি।
প্রসঙ্গত, এরআগে ইউক্রেনের আটটি অঞ্চলে রাশিয়া ৫২টি ড্রোন পাঠিয়ে রাতভর হামলা চালায়। তবে ইউক্রেনীয় বিমান হামলা প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ২৪টি ড্রোন ভূপাতিত করা হয়।
+ There are no comments
Add yours