বিমান বাহিনীর প্রধানকে বরখাস্ত করলেন জেলেনস্কি

Spread the love


ডিজিটাল ডেস্ক:

ইউক্রেনের একটি এফ-১৬ জঙ্গি বিমান বিধ্বস্ত ও পাইলট নিহত হওয়ার পর প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দেশটির বিমান বাহিনীর প্রধান মাইকোলা ওলেশচুককে বরখাস্ত করেছেন। শনিবার (৩১ আগস্ট) বিবিসির অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। মাইকোলা ওলেশচুককে বরখাস্তের নির্দিষ্ট কোনো কারণ জানাননি জেলেনস্কি। তবে তিনি বলেছেন, আমাদের সকল যোদ্ধাদের দেখভালের দায়িত্ব ছিল তার। যুক্তরাষ্ট্রের তৈরি এফ-১৬ চলতি মাসের শুরুর দিকে ইউক্রেনকে সরবরাহ করে পশ্চিমারা। গত সোমবার এই বিমান বিধ্বস্ত হয় এবং একজন পাইলট নিহত হয়েছে।
ইউক্রেনের সামরিক বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, রাশিয়ার বড় ধরনের একটি হামলা প্রতিরোধ করার সময় বিমানটি বিধ্বস্ত হয়।
সন্ধ্যাকালীন এক ভিডিও বক্তৃতায় জেলেনস্কি বলেন, আমি বিমান বাহিনীর কমান্ডারকে সরানোর সিদ্ধান্ত নিয়েছি। আমাদের সব সেনাদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। আমাদের সামরিক পাইলটদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ৯১৮ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাতের পরিমাণ অনেক বেড়েছে।

About The Author

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours