প্রতিবেদক:
বিভিন্ন রাজনৈতিক দলের শতাধিক নেতাকর্মী নাগরিক ঐক্যে যোগদান করেছেন। আজ শুক্রবার রাজধানীর তোপখানা রোডস্থ নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না যোগদানকারী নেতাকর্মীদের ফুল দিয়ে স্বাগত জানান।
’তিনি বলেন, ‘ছাত্র-জনতার যে অভূতপূর্ব অভ্যুত্থান সহস্রাধিক মানুষের জীবনের বিনিময়ে স্বৈরাচার হাসিনা সরকারের হাত থেকে দেশ মুক্ত হয়েছে, সেই অভ্যুত্থানকে কোনভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। নতুন বাংলাদেশ গড়ে তোলার যে স্বপ্ন নিয়ে এদেশের মানুষ স্বৈরাচারের বুলেটের সামনে বুক পেতে দিয়েছে, সেই স্বপ্ন বাস্তবায়নই হবে আমাদের প্রথম দায়িত্ব। এখনও দেশের অকুতোভয় হাজার হাজার সন্তান হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। শত শত মানুষ চোখ হারিয়েছে, অনেকে পঙ্গুত্ব বরণ করেছে। সুতরাং আমাদের ঐতিহাসিক দায়িত্ব এই আত্মত্যাগের মূল লক্ষ্যকে ধারণ করা; একটা মানবিক, গণতান্ত্রিক, কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লড়াই অব্যাহত রাখা ।’ নাগরিক ঐক্য বাংলাদেশকে কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার সেই লড়াই অব্যাহত রাখবে। দেশের সাধারণ মানুষের আস্থা আমাদের লড়াইকে শক্তি যোগাবে। হাজারও শহীদের আত্মত্যাগের বিনিময়ে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার যে সুযোগ আমরা পেয়েছি, তা কোনোভাবেই আমরা ব্যর্থ হতে দিব না। নাগরিক ঐক্যে যোগদানকারীদের মধ্যে বক্তব্য দেন বাংলা কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি নজরুল ইসলাম, আদাবর থানা বিএনপির সাবেক সহ-সভাপতি জাহিদুর রহমানসহ আরও অনেকে।
+ There are no comments
Add yours