নোয়াখালীতে নৌকায় ঘুরে ঘুরে ত্রাণ বিতরণ করলেন বুবলী

Spread the love


ডিজিটাল ডেস্ক:

দেশের কয়েকটি জেলায় ভয়াবহ বন্যায় অসহায় হয়ে পড়েছে বানভাসি মানুষ। ইতিমধ্যে বন্যার পানি ধীরে ধীরে নামতে শুরু করলেও প্রত্যন্ত অঞ্চলে সংকট কাটেনি। এ পরিস্থিতিতে বিশুদ্ধ পানি, ঔষুধ, খাবার খুব জরুরি। এই সংকটকালে আক্রান্তদের পাশে দাঁড়িয়েছেন দেশের মানুষ। চিত্রনায়িকা শবনম বুবলীও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। ত্রাণ সামগ্রী নিয়ে ছুটে গিয়েছেন নিজ জেলা নোয়াখালীর প্রত্যন্ত অঞ্চলে।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) ভোরে ত্রাণ ভর্তি পিকআপ নিয়ে বুবলী ছুটে যান নোয়াখালীর বন্যা কবলিত প্রত্যন্ত অঞ্চলে। এ জেলার সেনবাগ, বাংলাবাজার, চাটখিল, বেগমগঞ্জ, সোনাইমুড়ি ও ছাতারপাইয়াসহ বেশ কিছু এলাকায় নৌকাযোগে ত্রাণ বিতরণ করেন অভিনেত্রী।
বৃহস্পতিবার রাতে ত্রাণসামগ্রী বিতরণের একটি ভিডিও এবং কয়েকটি স্থিরচিত্র নিজের ফেসবুকে পোস্ট করে খবরটি জানান বুবলী। যার যার অবস্থান থেকে সবাইকে বন্যার্তদের পাশে দাঁড়াতে অনুরোধও করেন তিনি।
১ মিনিট ১২ সেকেন্ডের ভিডিও ও পোস্ট করা স্থিরচিত্রের ক্যাপশনে বুবলী লেখেন, ‘বন্যার্ত মানুষদের কাছ থেকে দেখে কষ্টগুলো আরও দ্বিগুণ অনুভব হলো। আমার মতো করে আমি সব সময় চেষ্টা করি এই ভালোবাসার মানুষগুলোর কাছাকাছি থাকতে। কারণ, এটা আমার মানসিক শান্তি। সত্যিকার অর্থে সবার একাত্মতা ও ভালোবাসায় বন্যায় বিপদগ্রস্ত মানুষের জন্য ঢাকায় প্রচুর উপহারসামগ্রী জমা হয়েছে, কিন্তু তাদের কাছে এসব পৌঁছানো এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ, বন্যার পানিতে যোগাযোগব্যবস্থার খুব নাজুক অবস্থা গ্রামের দিকে। তাই সবাইকে অনুরোধ করব, বন্যার্তদের কাছে যেন তাদের প্রাপ্য উপহারসামগ্রীগুলো পৌঁছায়, সেদিকে সবাই মিলে সহযোগিতা করি।’
শুধু তা-ই নয়, গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বুবলী বলেছেন, বন্যার শুরু থেকেই বানভাসিদের পাশে থাকার চেষ্টা করছিলেন। তবে যোগাযোগব্যবস্থা নাজুক থাকায় এই কয় দিন ঢাকা থেকেই সহযোগিতা দিতে হয়েছে। তবে বুবলীর ইচ্ছা ছিল সশরীর দুর্গতদের পাশে দাঁড়ানোর। সেই পরিকল্পনা অনুযায়ী নোয়াখালীর অনেক প্রত্যন্ত এলাকায় গিয়েছেন তিনি। চেষ্টা ছিল দুর্গতদের পাশে দাঁড়ানোর।পাশাপাশি অন্যদের উৎসাহী করতে সামাজিক যোগাযোগমাধ্যমে ইচ্ছা করেই ত্রাণ বিতরণের ছবি শেয়ার করেছেন বলেও জানান নায়িকা। বুবলী বললেন, শো-অফের জন্য তিনি ছবিগুলো পোস্ট করেননি, বরং অন্যরা যাতে এই ভালো কাজে উৎসাহী হন, সেটাই চেয়েছেন তিনি। এ সময় মানুষের পাশে দাঁড়ানোকেই জরুরি মনে করছেন অভিনেত্রী।

About The Author

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours