১ সেপ্টেম্বরের মধ্যে শিক্ষক-কর্মকর্তাদের কর্মস্থলে উপস্থিত হওয়ার নির্দেশ

Spread the love

অনলাইন ডেস্ক

আগামী ১ সেপ্টেম্বরের মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় ও এর অধিভুক্ত সকল কলেজ এবং প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীকে নিজ নিজ কর্মস্থলে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক আতাউর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, যারা এ সময়ের মধ্যে উপস্থিত থাকবেন না তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
গত ৫ আগস্ট ক্ষমতার পটপরিবর্তনের পর অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মশিউর রহমানও পদত্যাগ করেন। গত ২৮ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের বিদায়ের পর অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মশিউর রহমান পদত্যাগ করলে পদটি শূন্য হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক এ এস এম আমানুল্লাহকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করেন রাষ্ট্রপতি।

About The Author

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours