নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর যাত্রাবাড়ীতে পারিবারিক কলহের জেরে এক বৃদ্ধাকে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে। নিহতের নাম চানতারা বেগম (৭০)। তিনি ভিক্ষাবৃত্তি করে জীবন নির্বাহ করতেন।
জানা গেছে, নিহত গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মুকিমপুরে। তিনি সেখানকার মৃত বশির উদ্দিন প্রধানের মেয়ে। বর্তমানে যাত্রাবাড়ীর কুতুবখালীতে থাকতেন তিনি।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদা রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি নিহতের সুরতহাল প্রতিবেদনে বলেছেন, বুধবার দুপুরে ছেলে মামুন ও তার স্ত্রী ফাতেমার সঙ্গে ঝগড়া হয় চানতারার। এক পর্যায়ে তারা চানতারাকে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে প্রতিবেশীরা তাদেরকে আটক করে থানায় সোপর্দ করেন।
নিহতের ভাগিনা কামাল হোসেন বলেন, তারা সবাই এক সঙ্গেই থাকতেন। মামুন ছিল নিহত চানতারা বেগমের একমাত্র ছেলে। সে মাছের আড়তে মিনতির কাজ করতো। মামুন-ফাতেমা দম্পতির দুই সন্তান রয়েছে।
এদিকে, সংবাদ পেয়ে পুলিশ বৃদ্ধার মরদেহ উদ্ধার করে এবং আইনি প্রকৃয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠিয়েছে।
নিহতের ভাগিনা কামাল হোসেন বাদী হয়ে থানায় মামলা করেছেন।
+ There are no comments
Add yours