কাশিমপুর কারাগারে মারামারি, মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু

Spread the love


গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে দুই বন্দির মারামারিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত মো. হান্নান মিয়া (৪১) নামে এক কয়েদির মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (২৮ আগস্ট) কারাগারটির মানসিক ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত হান্নান মিয়া নেত্রকোণার কলমাকান্দা উপজেলার কান্দাপাড়া গ্রামের প্রয়াত আবুল হাসেম ফকিরের ছেলে। কারাগার কর্তৃপক্ষের বরাতে ঘটনার সত্যতা গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, গাজীপুর মহানগর পুলিশের কোনাবাড়ী থানার ওসি মো. শাহ আলম জানান। ওসি বলেন, কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের মানসিক ওয়ার্ডে বন্দি ছিলেন হান্নান মিয়া। তিনি কলমাকান্দা থানার একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি। তার কয়েদি নম্বর ৪০৫০/এ। ওসি শাহ আলম জানান, বুধবার সকালে হান্নান মিয়া ওই ওয়ার্ডের এক বন্দির সঙ্গে মারামারিতে জড়ান। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পান। পরে কারারক্ষীরা তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে বিকালে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক হান্নান মিয়াকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ‘মাথায় আঘাতজনিত কারণে কয়েদি হান্নানের মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।’

About The Author

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours