অনলাইন ডেস্ক:
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে হারানোর ৫৫ শতাংশ সম্ভাবনা রয়েছে বলে নতুন এক জরিপে উঠে এসেছে। অথচ প্রেসিডেন্ট বাইডেনকে হারানোর ৫৬ শতাংশ সম্ভাবনা ছিল ট্রাম্পের। কমলা হ্যারিস প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার পরই বিপাকে পড়েছেন ট্রাম্প। তিনি নির্বাচনি প্রচারণায় হিমশিম খাচ্ছেন।
ডিসিশন ডেস্ক এইচকিউ এবং দ্য হিলের জরিপে দেখা যায়, বাইডেনের চেয়ে হ্যারিস অ্যারিজোনা, জর্জিয়া, নেভাদা, পেনসিলভেনিয়া এবং উইসকনসিনে ভালো অবস্থানে আছেন। এর আগে ট্রাম্প এসব রাজ্যে জয়ের দ্বারপ্রান্তে ছিলেন।
জরিপে দেখা যায়, মিশিগানে হ্যারিস ও ট্রাম্পের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। নর্থ ক্যারোলিনায় ট্রাম্পের জয়ের সম্ভাবনা থাকলেও এবার হ্যারিসের সম্ভাবনা বেড়েছে। ৫৩৮ ইলেকটোরাল ভোটের মধ্যে কমলা হ্যারিস ২৪১টি পেতে পারেন বলে জরিপে উঠে এসেছে। এর আগে ট্রাম্পের ২৯১টি ইলেকটোরাল ভোট পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল।
+ There are no comments
Add yours