জাপানে আঘাত হানছে শক্তিশালী টাইফুন ‘শানশান’

Spread the love


অনলাইন ডেস্ক:
জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আঘাত হানতে যাচ্ছে শক্তিশালী ঝড় শানশান। বুধবার অঞ্চলটিতে জরুরি অবস্থা জারি করেছে কর্তৃপক্ষ। ইতোমধ্যে ওই অঞ্চলের বেশকিছু বাসিন্দাকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। খবর রয়টার্সের।প্রতিবেদনে আরও বলা হয়েছে, শক্তিশালী এ টাইফুন ঘণ্টায় ১৫৭ মাইল বেগে ঝড়ো হাওয়া নিয়ে দক্ষিণ-পশ্চিমের প্রধান দ্বীপ কিউশুর দিকে ধেয়ে আসছে। তাই বিমান সংস্থা ও রেল অপারেটররা আগামী কয়েক দিনের জন্য কিছু পরিষেবা বাতিল করেছে। জাপানের আবহাওয়া সংস্থা এক জরুরি সতর্কতা বার্তায় উল্লেখ করে, টাইফুন শানশানের ফলে বন্যা, ভূমিধস ও শক্তিশালী ঘূর্ণিঝড় হতে পারে।সংস্থার প্রধান আবহাওয়াবিদ সাতোশি সুগিমোটো এক সংবাদ সম্মেলনে বলেন, যে ধরনের শক্তিশালী বাতাস, উচ্চ ঢেউ ও জোয়ারের পূর্বাভাস দেওয়া হচ্ছে, তা অতীতে কখনো দেখা যায়নি। তাই সর্বোচ্চ সতর্কতা প্রয়োজন।
গণমাধ্যমের তথ্য মতে, কয়েক দিনের মধ্যে কিউশুতে আঘাত করবে ঘূর্ণিঝড়টি। পরে রাজধানী টোকিওসহ কেন্দ্র ও পূর্বাঞ্চলের দিকে এগিয়ে যাবে বলে আশা করা হচ্ছে। এই এলাকাগুলোর কাছাকাছি পৌঁছাতে সপ্তাহের মতো লাগতে পারে বলে আবহাওয়া সংস্থা জানিয়েছে।এদিকে, এএনএ হোল্ডিংস জানিয়েছে যে তারা বুধবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণ-পশ্চিম জাপানের নির্ধারিত ২১০টিরও বেশি অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করবে। এসব ফ্লাইটে প্রায় ১৮,৪০০ যাত্রী রয়েছেন।জাপান এয়ারলাইনস জানিয়েছে যে তারা বৃহস্পতিবার পর্যন্ত ১৭০টি অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করবে। উভয় এয়ারলাইনসের মোট ১০টি আন্তর্জাতিক ফ্লাইটও স্থগিত করা হবে।

About The Author

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours