অনলাইন ডেস্ক ॥
বিশালাকার তিনটি আয়না বসানো হয়েছে ৪০০ মিটার উঁচু পাহাড়ের চূড়ায়। তাও স্ক্যান্ডিনেভিয়ান দেশ নরওয়েতে। দেশটিকে নিশীথ সূর্যের দেশও বলা হয়। সূর্যের আলোর পরিমাণ বাড়াতে এবং এর ব্যবহারের জন্যই এমন অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। ইউরোপের দেশ নরওয়ে প্রায় সারা বছরই শীতকাল, সূর্যের দেখা মেলে না তেমন একটা। তবে রাজধানী অসলো থেকে ১০০ মাইল পশ্চিমের পাহাড়ি শহর জুকনের অবস্থা যেন আরো শোচনীয়। সুউচ্চ পাহাড়ের কারণে সূর্যের আলো প্রায় দেখাই মেলে না। পুরো শীত জুড়েই অন্ধকার আর শীতকালের অন্ধকার মানে যে ভয়াবহ অভিজ্ঞতা তা বলার অপেক্ষা রাখে না। কিভাবে শীতে আলোর ব্যবস্থা করা যায় তা নিয়ে যখন বিশেষজ্ঞদের চিন্তার শেষ নেই তাদের। অবশেষে ৫০ ফুট দীর্ঘ তিনটি আয়না হেলিকপ্টারে করে ৪০০ মিটার উঁচু পাহাড়ে বসানো হয়। স্বপ্নের এই আয়না এমনভাবে বসানো হয়েছে যাতে শীতকালে সূর্যের দিক পরিবর্তনের সাথে সাথে আয়নাগুলোও দিক পরিবর্তন করে ঠিকঠাক আলো দিতে পারে। কম্পিউটারে মাধ্যমে পুরো বিষয়টি নিয়ন্ত্রণ করা হয়। আর অভিনব এই বুদ্ধির জন্য জুকনবাসী এখন ঘরে বসেই শীতকালে সূর্যের আলো পাচ্ছে। গত ২০১৩ সালের অক্টোবর মাসে এই পুরো প্রক্রিয়া চালু হয় যা এখনো চলছে। শীতকালে সূর্যের আলো আয়নায় প্রতিফলিত হয়ে জুকনে পড়ায় জনজীবনে যেমন স্বস্তি নেমে এসেছে তেমনি শুরু হয়েছে পর্যটকের ঢল।
+ There are no comments
Add yours