নেতাকর্মীদের যে বার্তা দিলেন চরমোনাই পীর

Spread the love


বরিশাল ব্যুরো:

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (চরমোনাই পীর) নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, ‘মাঠ প্রস্তুত, ফসল নিজেদের ঘরে আনতে হবে মানুষের জন্য কাজ করে। তৃণমূলকে শক্তিশালী করতে হবে।’
আজ সোমবার বেলা ১১টায় বরিশাল নগরীর চাঁদমারীর মুজাহিদ কমপ্লেক্স মিলনায়তনে সংগঠনের বরিশাল জেলার তৃণমূলের দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেন, ‘দেশে অস্থিতিশীল পরিস্থিতি করার চেষ্টা চলছে। এ অপকর্ম করতে চক্রান্তকারীদের কোনো সুযোগ দেওয়া হবে না।’
চরমোনাই পীর বলেন, ‘ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচারী শেখ হাসিনার পতনের পর যখন সবাই চাঁদাবাজি, জমি দখল লুটতরাজে ব্যস্ত আমরা তখন সংখ্যালঘুসহ জনসাধারণের জন্য কাজ করেছি। কোনো স্বার্থের বিনিময়ে আমরা কখনো বিক্রি হইনি। জাতীয় নির্বাচনে অনেক লোভ দেওয়া হয়েছিল। কিন্তু কোনো লোভে পা দেইনি। বর্তমান সরকারের কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে। ভালো কাজের সহযোগিতা করা হবে।’
সংগঠনের বরিশাল জেলা সভাপতি মুফতি সৈয়দ এসহাক মোহাম্মাদ আবুল খায়েরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ সিরাজুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মুহাম্মদ লোকমান হোসাইন জাফরী, যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ নেছার উদ্দীন প্রমুখ।

About The Author

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours