ডেস্ক:
বাংলাদেশ গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে ছিল বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার আরবি ভার্সনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমন দাবি করেছেন। নাহিদ ইসলাম বলেছেন, বাংলাদেশ গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে ছিল কিন্তু সেই গুরুত্বপূর্ণ মুহূর্তে সেনাবাহিনী তাদের ভূমিকা পালন করেছে এবং দেশপ্রেম দেখিয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম এই সমন্বয়ক জোর দিয়ে বলেছেন, আমরা যেকোনো ধরনের সামরিক সহায়তা বা সামরিক শাসন প্রত্যাখ্যান করেছি।
‘বাংলাদেশের ইতিহাসে সেনা সমর্থিত শাসন জনগণের স্বার্থে সঙ্গতিপূর্ণ ছিল না। আমরা ২০০৭ সালের ১১ জানুয়ারি সরকার গঠনকে সমর্থন দিতে চাই না। সেইসময় পর্দার পেছন থেকে সরকারকে নিয়ন্ত্রণ করেছিল সেনাবাহিনী,’ বলেন এই উপদেষ্টা।
নাহিদ ইসলাম বলেন, আমাদের প্রত্যাশা সেনাবাহিনী দেশ ও জনগণের সেবা করবে।
নির্বাচন প্রসঙ্গে টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা বলেছেন, এই সরকারের সময়সীমা এখনো নির্ধারণ হয়নি এবং আমরা স্পষ্ট করে দিয়েছি যে সরকার পুনর্গঠনের কাজগুলোর উপর সময়সূচী নির্ভর করবে।
বিপ্লব ব্যর্থ হবে কিনা-এমন প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেছেন, আশঙ্কা আছে কিন্তু আমরা সচেতন থাকব।
+ There are no comments
Add yours