বন্যার্তদের পাশে সমাজসেবক আব্দুল মালেক

Spread the love

নিজস্ব প্রতিবেদক॥ দেশের বেশ কিছু জেলায় ভয়াবহ বন্যার কারণে পানিবন্দি হয়ে পড়েছে লাখ লাখ মানুষ। বন্যার্তদের ত্রাণ ও সহায়তা দিয়ে পাশে থাকার ঘোষণা দিয়েছে বিভিন্ন ব্যক্তি ও সংস্থা। সেই সাথে এই মহতি কাজে অংশ নিচ্ছে দৈনিক ফ্রনটিয়ার পত্রিকার সম্পাদক ও জনপ্রিয় আইপি চ্যানেল এএমটিভি বাংলা ও এ মালেক গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুল মালেক।
মানবতার ফেরিওয়ালা আব্দুল মালেক বলেছেন, দেশের সংকটকালে বন্যায় আটকে পড়া মানুষদের সহযোগিতার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। তারই ধারাবাহিকতায়, ‘অন্যদের মতো আমরাও বর্তমান বন্যায় ক্ষতিগ্রস্তদের নিয়ে চিন্তিত। এই কঠিন সময়ে দেশের মানুষের সহায়তায় পাশে থাকার প্রতিশ্রুতিবদ্ধ আমরা। তিনি বলেন, আমরা বন্যার্তদেরকে যে কোনো সহায়তা করতে চাই।‘এই চ্যালেঞ্জিং মুহূর্তে দেশকে সমর্থন করার জন্য এবং এ কাজে প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য আমরা পাশে আছি থাকবো ইনশাআল্লাহ। তিনি বলেন, দেশের এ অবস্থায় আমরা সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। গতকাল শনিবার দিনভর তিনি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন। এসময় তিনি বন্যার্ত মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং তাদেরকে সান্তনা দেন। নিভৃতচারী সমাজসেবক আব্দুল মালেক কয়েকশ বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এদিন তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বিভিন্ন গ্রামে যান এবং বানভাসি মানুষের খোঁজখবর নেন।

About The Author

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours