কিছু উচ্চাভিলাষী সদস্য পুলিশ বাহিনীকে জনগণের বিরুদ্ধে দাঁড় করিয়েছে: ডিএমপি কমিশনার

Spread the love


নিজস্ব প্রতিবেদ:

পুলিশের কিছু অপেশাদার ও উচ্চাভিলাষী সদস্য পুরো বাহিনীকে জনগণের বিরুদ্ধে দাঁড় করিয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. মাইনুল হাসান। তিনি বলেছে, পুরোপুরি পুলিশি ব্যবস্থা চালু করতে আরও কিছু সময় লাগবে। আজ শনিবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
ডিএমপিকে ঢেলে সাজানো হবে উল্লেখ করে কমিশনার মো. মাইনুল হাসান বলেছেন, বাহিনীর যাঁরা অপেশাদার আচরণ করেছেন, তাঁদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। ঊর্ধ্বতন পুলিশের অনেক কর্মকর্তা পলাতক রয়েছেন বলেও জানান তিনি।
সাংবাদিকের এক প্রশ্নের জবাবে কমিশনার বলেন, বিশেষ কোনো জেলার সদস্যদের দিয়ে ডিএমপি পরিচালিত হবে না, ডিএমপি পরিচালিত হবে পেশাদার কর্মকর্তাদের দিয়ে।
আন্দোলনের সময় আওয়ামী লীগ, ছাত্রলীগসহ যাঁরা অস্ত্র ব্যবহার করেছেন, সেই অবৈধ অস্ত্র উদ্ধারেও কাজ করা হচ্ছে বলে জানান মো. মাইনুল হাসান। তবে সেটিকে চ্যালেঞ্জিং উল্লেখ করে তিনি বলেন, বৈষম্যবিরোধী এই আন্দোলনে ঢাকা মহানগরের ৫০টি থানার মধ্যে ২২টি থানা পুড়েছে, অনেক পুলিশ নিহত–আহত হয়েছেন, যার জন্য এখনো অনেকে আতঙ্কে আছেন।

About The Author

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours