ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর আগুনে কৃষকের দুই গরুসহ গোয়ালঘর পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার নাটঘর ইউনিয়নের নাটঘর গ্রামের আব্দুর রশিদ ডিলার বাড়ির কৃষক আব্দুর রহমানের গোয়ালঘরে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত পরিবারের বরাতে আব্দুর রহমানের চাচাতো ভাই মো. খোরশেদ আলম জানান, রবিবার সকালে গোবর পরিষ্কার করার জন্য রান্নাঘর থেকে উড়া (বাঁশের পাত্র) দিয়ে ছাই এনে গোয়ালঘরে রাখা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সেই ছাই থেকে গোয়ালঘরে রাখা পাটে আগুন ধরে যায়। পরে মুহূর্তেই সেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। গোয়ালঘরে পাট ছাড়াও অনেক পাট খড়ি, লাকড়ি, চাল, চালের পাত্রে নগদ টাকা রাখা ছিল। এলাকাবাসী এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হলেও ততক্ষণে দুটি গরুসহ পুরো গোয়ালঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে কৃষক পরিবারটি অসহায় হয়ে পড়েছে।
স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) মো. হুমায়ুন বলেন, পরিবারটি দুইটি গরুর মাধ্যমে স্বচ্ছলতার মুখ দেখার আশা করছিল। কিন্তু আগুনে মুহূর্তেই সেই স্বপ্ন বিলীন হয়ে গেছে। স্থানীয় প্রশাসনকে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারটিকে সহায়তার দাবী করেন তিনি। নবীনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা তানভির ফরহাদ শামীম বলেন, এ বিষয়ে খোঁজ-খবর নিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।
+ There are no comments
Add yours