অনলাইন ডেস্ক
ব্রাহ্মণবাড়িয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষিতে সড়কে সৃষ্ট বিশৃঙ্খলা নিরসনে ট্রাফিক ব্যবস্থাপনায় কাজ করছেন শিক্ষর্থীরা। শিক্ষার্থীদের সঙ্গে এ কাজে যোগ দিয়েছেন সাধারণ মানুষও। গতকাল মঙ্গলবার দুপুর থেকেই শহরের টিএ রোডসহ বিভিন্ন মোড়ে এ চিত্র দেখা যায়।
জানা যায়, মঙ্গলবার সকাল থেকেই সীমিত পরিসরে যানবাহন চলাচল শুরু করে। এছাড়া বিকেল থেকেই সড়কে যানবাহন নিয়ে তৈরি হয় বিশৃঙ্খলা। যানবাহন চলাচলে শৃঙ্খলা তৈরির কাজ শুরু করেন তারা। শহরের টিএ রোড, মডের গোড়া, মাদরাসা রোড, হাসপাতাল রোডের যানবাহন সুশৃঙ্খলভাবে চলাচলের ব্যবস্থা করার জন্য দায়িত্ব পালন করছেন তারা। এসময় তারা পথচারিকে নিরাপদে সড়ক পারাপারে সহায়তা করতেও দেখা যায়। ব্যত্রিকমী এই দৃশ্য নজড় কেড়েছে শহরবাসীর।
এসময় শিক্ষার্থীরা বলেন, দেশটা আমাদের। এই দেশের পরিবেশ-রক্ষার দায়িত্ব আমাদের। এখন সড়কে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা নেই, তাই আমরা নিজ উদ্যোগে দায়িত্ব নিয়ে সড়ক এবং ট্রাফিক নিয়ন্ত্রণে কাজ করছি। দেশের এই দুঃসময়ে আমরা শিক্ষার্থীরা জনগণের কল্যাণে কাজ করছি।
+ There are no comments
Add yours