প্রতিবেদক:
প্রশাসনের প্রাণকেন্দ্র বাংলাদেশ সচিবালয়ে নিরাপত্তার দায়িত্ব পালন করছে বাংলাদেশ সেনাবাহিনী।
মঙ্গলবার (৬ আগস্ট) সচিবালয়ে গিয়ে দেখা যায়, সচিবালয়ের গেটে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন সেনাসদস্যরা। নিরাপত্তার জন্য পাস বন্ধসহ সচিবালয়ের এক নম্বর গেট ছাড়া বাকি সবগুলো গেট বন্ধ রয়েছে। এক নম্বর গেটে দাঁড়িয়ে সেনাসদস্যরা পরিচয় নিশ্চিত হয়ে গাড়িগুলোকে ভেতরে প্রবেশ করতে দিচ্ছেন। এছাড়া দর্শনার্থী অভ্যর্থনা কক্ষেও সেনাসদস্যরা রয়েছেন।
সচিবালয়ের কোথাও পুলিশ সদস্যদের দেখা যায়নি। তবে সেনাবাহিনীকে পুলিশ সদস্যদের সিভিল পোশাকে সহায়তা করতে দেখা গেছে।
সচিবালয় ঘুরে দেখা গেছে, কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি অনেকটাই স্বাভাবিক। সচিবালয়ের বিভিন্ন স্থানে কর্মচারীদের আলোচনা করতে দেখা গেছে।
এদিকে, সচিবালয়ে বিএনপিপন্থি কর্মকর্তা-কর্মচারীরা নিজেদের জানান দিতে শুরু করেছেন। সকাল ১১টার দিকে ৬ নম্বর ভবনের সামনে বিএনপিপন্থি ৩০-৩৫ জন কর্মচারীকে দেখা গেছে। গত কয়েকদিনে জাতীয় শোক দিবসকে কেন্দ্র করে সচিবালয়ে দীর্ঘ ব্যানার লাগানো হয়েছিল। কিন্তু সেগুলো সব খুলে ফেলা হয়েছে।
সচিবালয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা একজন কর্মকর্তা বলেন, সবকিছু স্বাভাবিক হতে শুরু করেছে।
+ There are no comments
Add yours