শাহবাগে ‘সন্তানের পাশে অভিভাবক’ ব্যানারে মানববন্ধন

Spread the love

প্রতিবেদক:

সন্তানের পাশে অভিভাবক ব্যানারে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন করেছেন অভিভাবক ও শিক্ষার্থীরা। তারা কোটা আন্দোলনের সময় সাধারণ মানুষের ওপর নির্বিচারে গুলি ও হত্যার প্রতিবাদ জানিয়েছেন।
শনিবার সকাল ১০টার পরে হত্যাকারীদের বিচারের আওতায় এনে দ্রুত শাস্তি নিশ্চিতেরও দাবি জানিয়েছেন অভিভাবকরা।
পরে সকাল ১১টার দিয়ে শাহবাগ থেকে হাতিরপুল হয়ে কারওয়ান বাজার, সোনারগাঁও হোটেল হয়ে ফার্মগেট অভিমুখে যাত্রা করে সংগঠনটি।
এরপর আবার সাড়ে ১১টার দিকে কারওয়ানবাজার মেট্রো স্টেশনের নিচে অবস্থান করে ‘সন্তানের পাশে অভিভাবক’ নাম সংগঠনের ৩০ থেকে ৩৫ জন অভিভাবক। এতে নেতৃত্ব দেন লেখক ও গবেষক রাখাল রাহা।

এ সময় উপস্থিত ছিলেন নারী মুক্তি কেন্দ্রের সভাপতি সীমা দত্ত প্রমুখ। তবে কোনো বিশৃঙ্খলা পরিলক্ষিত হয়নি।

About The Author

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours