মাঠে অভিনয়শিল্পী ও নির্মাতারা

Spread the love

প্রতিবেদক:
মাসখানেক হলো দেশে চলছে কোটা সংস্কার নিয়ে আন্দোলন। ৯ দফা দাবিতে এখন উত্তাল ছাত্রসমাজ। এরই মধ্যে আন্দোলনে সংহতি জানিয়েছে নানা শ্রেণি-পেশার মানুষ। মাঠে নেমেছিলেন অভিনয়শিল্পী ও নির্মাতারা।
তবে খানিকটা চুপ ছিলেন সংগীতশিল্পীরা। এবার তারাও নেমে আসছেন মাঠে।
৩ আগস্ট শনিবার এক মঞ্চে দাঁড়াবেন সংগীতশিল্পীরা। রাজধানীর রবীন্দ্রসরোবরে হবে এই আয়োজন।
আজ সন্ধ্যার পরে দেশের সংগীতশিল্পীরা একটি কমন পোস্ট ফেসবুকে দেওয়া শুরু করেন। সঙ্গে জুড়ে দেন কমন একটি পোস্টার। ‘গেট আপ স্ট্যান্ড আপ’ শিরোনাম দিয়ে সেখানে লেখা হয়েছে, ‘আগামী শনিবার ৩ আগস্ট বিকেল ৩টায় শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে আমরা সংগীতশিল্পীরা সবাই মিলিত হবো রবীন্দ্রসরোবরে (ধানমণ্ডি ৮/এ)। যারা ঢাকার বাইরে আছেন তারা নিজ নিজ জেলার উপযুক্ত স্থানে দাঁড়িয়ে সংহতি প্রকাশ করবেন। এরই মধ্যে এই আয়োজনে অংশ নিতে সম্মতি দিয়েছে শিরোনামহীন, সোলস, আর্টসেল, অ্যাসেজসহ বেশ কিছু ব্যান্ড। পাশাপাশি সংগীতশিল্পী, গীতিকবি, সুরকারসহ সংশ্লিষ্ট সবাই পোস্টটি শেয়ার করে আসার সম্মতি জানিয়েছেন। একই সঙ্গে হাজির হবে সাধারণ মানুষ। (কালের কণ্ঠের)

About The Author

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours