অনলাইন ডেস্ক:
দেশজুড়ে চলমান কোটা সংস্কার আন্দোলনে শিশুদের সুরক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ। গতকাল সোমবার সংস্থাটি বাংলাদেশ বিষয়ক অফিসের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে সহিংসতা থেকে শিশুদের রক্ষায় সব পক্ষের প্রতি আহ্বান জানানো হয়।
কোটা সংস্কার আন্দোলন সম্প্রতি সহিংস রূপ নিয়েছে। দেশজুড়ে চলা সহিংসতা সরকারি হিসেবে ১৪৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। দুই শতাধিক মৃত্যুর খবরও মিলেছে সহিংসতায় যাদের অনেকেই শিশু।
ইউনিসেফের বার্তায় বলা হয়েছে, বাংলাদেশে নতুন করে বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। এ অবস্থায় ইউনিসেফ সব পক্ষকে সহিংসতার বিরুদ্ধে শিশুদের রক্ষা করার জন্য এবং জাতীয় ও আন্তর্জাতিক আইন অনুযায়ী সহিংসতা ও ভীতি থেকে মুক্ত নিরাপদ পরিবেশে নিজেদের মতো প্রকাশের অধিকারকে সমুন্নত রাখার জন্য আহ্বান জানাচ্ছে।
+ There are no comments
Add yours