অনলাইন ডেস্ক:
১৪ দলের সভায় চিহ্নিত সন্ত্রাসবাদী সংগঠন জামায়াত ও শিবিরকে নিষিদ্ধ করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)। মঙ্গলবার জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটি থেকে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়, ২৯ জুলাই সন্ধ্যায় বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কেন্দ্রীয় ১৪ দলের সভায় চিহ্নিত সন্ত্রাসবাদী সংগঠন জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে জাসদ।
জাসদ কেন্দ্রীয় কমিটি ১৪ দলের সিদ্ধান্তের আলোকে সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে নিষিদ্ধ করে প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণ করে অবিলম্বে প্রজ্ঞাপন জারি করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।
জাসদ একইসঙ্গে সন্ত্রাসবাদী জামাতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ে যুক্ত ব্যক্তিদেরও সন্ত্রাসবাদী হিসেবে চিহ্নিত করে তাদের তালিকাও প্রকাশ করার দাবি জানিয়েছে।
+ There are no comments
Add yours