অনলাইন ডেস্ক॥
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ইমিগ্রেশন করে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সদস্য সাবেক কর্মকর্তা মতিউর রহমান পালিয়ে ভারত গেছেন বলে গুঞ্জন উঠেছে। তবে এই তথ্যটি সঠিক নয় বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন। দৈনিক ইত্তেফাক ডিজিটাল ডেস্ক রিপোর্টে এমন তথ্য প্রকাশিত হয়েছে। রিপোর্টে বলা হয়, সোমবার (২৪ জুন) বিকালে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার গণমাধ্যমে জানান, মতিউর রহমান আখাউড়া ইমিগ্রেশন অতিক্রম করেননি। এদিকে কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট পদ হারানো মতিউর রহমানের ই-০০০১১৬৫২ পাসপোর্ট নম্বরটি পর্যালোচনা করে দেখা যায়, তিনি সর্বশেষ দেশের বাইরে গেছেন গত বছর ২২ জুন। আর দেশে এসেছিলেন ৭ জুলাই। এরপর এই পাসপোর্ট দিয়ে তিনি বিদেশ গমন করেননি। এদিকে একটি সূত্র জানিয়েছে মতিউর রহমানের বিকল্প একটি পাসপোর্ট থাকতে পারে। যে পাসপোর্ট ব্যবহার করে তিনি দেশ ত্যাগ করেছেন। সূত্রটি আরও জানিয়েছে, যদি তার পাসপোর্ট না থাকে তাহলে চোরাইপথে অবৈধভাবে সে দেশ ত্যাগ করতে পারে।
+ There are no comments
Add yours