অনলাইন ডেস্ক॥
সংযুক্ত আরব আমিরাতভিত্তিক শীর্ষ খুচরা প্রতিষ্ঠান লুলু গ্রুপ সৌদি আরবে প্রতিষ্ঠানের প্রথম স্টোর খুলেছে যেখানে একজন কর্মী থেকে শুরু করে কর্মকর্তা সবাই নারী। এটিকে আরবের সবচেয়ে বড় দেশটিতে নারীর ক্ষমতায়নে একটি বড় পদক্ষেপ হিসেবে মনে করা হচ্ছে। জেদ্দায় কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটির পাশে অবস্থিত ৩৭ হাজার বর্গফুটের এই স্টোরে বিশ্বের যাবতীয় পণ্য পাওয়া যায়। যেমন নিত্যপ্রয়োজনীয় পণ্য থেকে শুরু করে তাজা ফলফলাদি, পোশাক, স্বাস্থ্য ও সৌন্দর্য পণ্য, গৃহস্থালিসহ আরো অনেক কিছু পাওয়া যায়। তাদের মতে, এখানে উদ্ভাবনী শপিং প্ল্যাটফর্ম সূচনা করার পাশাপাশি নারীদের নেতৃত্বে তাদের প্রথম স্টোর এটি। এখানে ব্যবস্থাপক থেকে শুরু করে ক্যাশিয়ার পর্যন্ত সবাই নারী। যাঁরা গ্রাহকদের বিভিন্ন পণ্য নিতে সহযোগিতা করছেন, সেবা দিচ্ছেন তাঁরা সবাই নারী। নতুন এই স্টোরের জেনারেল ম্যানেজার মাহা মোহাম্মদ আলকারনি বলেন, ‘লুলু গ্রুপের এমন একটি উদ্যোগের অংশীদার হতে পেরে তিনি দারুণ আনন্দিত। যেটি পুরোপুরি নারীদের দ্বারাই নিয়ন্ত্রিত হচ্ছে। সৌদি নারীদের ক্ষমতায়ন প্রচেষ্টায় এটি অনেক বড় সম্মান। অর্থনীতিতে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি ও কর্মক্ষেত্রে তাঁদের দক্ষতা বাড়াতে তারা সবসময়ই কাজ করে যাচ্ছে। কর্মকর্তারা জানান, লুলুতে বিশ্বমানের সব পণ্য পাওয়া যায়। গ্রাহকরা এখানে তাঁদের লাইফ স্টাইলের নিত্যনতুন চাওয়া অনুযায়ী পণ্য পেয়ে থাকেন। এখানে সেসব গ্রাহক প্রবেশ করতে পারবেন যাঁদের ‘তাওয়াক্কালনা’ অ্যাপ ডাউনলোড করা আছে।
+ There are no comments
Add yours