ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে আজ। এদিন সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ একটানা চলবে বিকাল ৪টা পর্যন্ত। সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।
বিজয়নগর উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে চেয়ারম্যান পদে ৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ৯ জন, নারী ভাইস চেয়ারম্যান ৫ জন।
শ্রীপুর ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদরাসা ভোট কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৫৬৬ জন। প্রথম ঘণ্টায় এই কেন্দ্রে ১৬৯ জন ভোট প্রদান করে বলে জানান প্রিজাইডিং অফিসার মো মুরাদ হোসেন পাঠোয়ারী।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, বিজিবি আনসার সদস্য নিয়োজিত আছেন। এর পাশাপাশি র্যাব, পুলিশের সমন্বয়ে মোবাইল টিম ও গোয়েন্দারাও নিয়োজিত রয়েছেন। ১০ ইউনিয়নে ১০ জন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।
এ উপজেলায় ১৮৭টি কেন্দ্রে ৫৩৬ টি বুথে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ চলছে। মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ১০ হাজার ৫৩৮ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৯ হাজার ৮৪৫, নারী ভোটার ১ লক্ষ ৬ হাজার ৯৩ জন।
+ There are no comments
Add yours