বিজয়নগরে দুই পোলিং এজেন্টকে ৩ দিনের কারাদণ্ড

Spread the love


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ চলছ। নির্বাচনে পোলিং এজেন্ট হিসেবে দায়িত্ব পালনকালে মোবাইল ফোন সঙ্গে রাখার অপরাধে ২ জনকে ৩ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে।
বুধবার (৫ জুন) বেলা সোয়া ১১ টার দিকে উপজেলার ৪৮ নং ছতরপুর উচ্চ বিদ্যালয়ের মহিলা ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে। এ ঘটনায় দণ্ডিতরা হলেন, হারুন মিয়া (২৪), শাহানা বেগম (৫২)। তারা দুইজনই ছতুরপুর উচ্চ বিদ্যালয় মহিলা কেন্দ্রে পোলিং এজেন্ট।
নির্বাচনের সহকারী রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ মাহবুবুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, উপজেলার ৪৮ নং ছতরপুর উচ্চ বিদ্যালয় মহিলা ভোট কেন্দ্রে প্রিজাইডিং অফিসার ও পুলিশ কর্মকর্তা কর্তৃক বারবার নিষেধ করা সত্ত্বেও মোবাইল ফোন সঙ্গে রাখায় পোলিং এজেন্ট হারুন মিয়া (২৪) ও শাহানা বেগমকে (৫২) হাতেনাতে আটক করা হয়। পরে উভয়কে দণ্ডবিধির-১৮৬০ এর ১৮৮ ধারায় ৩ (তিন) দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

About The Author

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours