ফুলবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে ত্রিমুখী লড়াইয়ের আভাস

Spread the love

মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামীকাল ২৯ মে। নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান ৩ পদে মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থী ও প্রার্থীর কর্মীরা নির্বাচনে জেতার লক্ষ্যে বিভিন্নভাবে প্রচার-প্রচারণা ভিন্ন ভিন্ন আশ্বাস দিয়ে যাচ্ছেন ভোটারদেরকে। কে নির্বাচিত হবে তা জানতে আমাদেরকে অপেক্ষা করতে হবে আরও কিছু সময়। প্রার্থীরা হাটে, ঘাটে, মাঠে যেখানেই ভোটারদের দেখা পাচ্ছেন সেখানেই ভোট প্রার্থনা করছেন। বিপদ আপদে ভোটারদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে অনেকেই মন্তব্য করতেছেন।
চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা চেয়ারম্যানসহ ৪ জন ভোটের মাঠে লড়াই করছেন। বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী সরকার মোটরসাইকেল, এজাহার আলী ঘোড়া, লুৎফর রহমান বাবু কাপ-পিরিচ এবং আব্দুস ছালাম সুজা আনারস প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ভাইস চেয়ারম্যান পদের প্রার্থী দুজন। উত্তম কুমার মোহন্ত টিউবওয়েল এবং মেহেদী হাসান উড়োজাহাজ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে এবার তিনজন প্রার্থী ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন। প্রার্থীরা হলেন হাঁস প্রতীকে নার্গিস আক্তার রেহেনা, কলস প্রতীকে শামীমা আক্তার পারুল এবং ফুটবল প্রতীকে লুনা শেখ।
হাটে মাঠে চায়ের দোকোনে, সবমিলিয়ে উপজেলা পরিষদ নির্বাচন যেন উৎসবে পরিণত হয়েছে। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাড্ডাহ-হাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে এখন পর্যন্ত।
একটি নিরপেক্ষ অবাধ ও সুষ্ঠু নির্বাচন উপহার দেবার জন্য প্রশাসন সার্বিক প্রস্তুতি গ্রহন করেছে।
ফুলবাড়ী উপজেলা নির্বাচন অফিস জানায়, উপজেলায় মোট ভোটার সংখ্যা মোট ভোটার সংখ্যা ১৪৭৫২৪ জন, কেন্দ্রের সংখ্যা ৫২ টি, পুরুষ ভোটার ৭৩৩০৩, মহিলা ভোটার ৭৪২২০ এবং ০১ জন হিজড়া ভোটার রয়েছে।

About The Author

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours