কুড়িগ্রামের ফুলবাড়ীর নিভৃত পল্লীতে আলো ছড়াচ্ছে ফয়নুর গ্রীন পল্লী

Spread the love


কুড়িগ্রাম থেকে মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর॥॥

পরিবেশ বান্ধব, মনোরম প্রাকৃতিক পরিবেশে ফুলে ফুলে সুশোভিত ফয়নুর গ্রীন পল্লী ইতোমধ্যে ভ্রমণ পিপাস মানুষের মাঝে আলোড়ন সৃষ্টি করেছে। এখানে রয়েছে নানান প্রজাতির নান্দনিক ফুল ও ফলের বাগান, সুইমিংপুল, মৎস্য খামার, কবুতর ও হাঁসের খামার, রেস্ট হাউজ, স্টেজ, সাউন্ডসিস্টেম, তিন শতাধিক মানুষের জন্য একসঙ্গে বসে খাবার ব্যবস্থা। পরিবার পরিজন কিংবা গ্রুপ পিকনিকের জন্য এটি একটি আদর্শ পর্যটন স্পট।
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ীর মিঞাপাড়া গ্রামের নিভৃত পল্লিতে ১ দশমিক ৫৫ একর জমির উপর নির্মিত এই পার্কটি বিনোদনপ্রেমিদের মাঝে জায়গা করে নিয়েছে ইতোমধ্যেই। একই এলাকার ফরিদ হোসেন নামের একজন বেসরকারী চাকুরী জীবি নিজেই পরিচালক হিসেবে এই রিসোর্ট কেন্দ্রটি গড়ে তোলেন। সকাল ৯ টা থেকে সন্ধা পর্যন্ত উম্মুক্ত থাকে এটি। স্থানীরা বলছেন, প্রকৃতি প্রেমী ও ভ্রমণ পিপাসু মানুষের জন্য এটি একটি আকর্ষণের কেন্দ্রে পরিণত হয়েছে। প্রতিদিনই দলে দলে লোকজন এসে ঘুরে ঘুরে দেখছেন। দর্শনার্থী ও এলাকাবাসী জানান, শহরে বেশ কিছু বিনোদন কেন্দ্র, রিসোর্ট সেন্টার থাকলেও নিভৃত পল্লী অঞ্চলে এত সুন্দর একটা রিসোর্স সেন্টার হবে এটা কল্পনাতীত। রিসোর্টের ব্যবস্থাপনা পরিচালক ফরিদ হোসেন গণমাধ্যমকে জানান, তার গোটা চাকুরি জীবনের উপার্জন, সঞ্চয় ও ব্যাংক ঋণ দিয়ে তিল তিল করে এই রিসোর্টটি গড়ে তুলেছেন। বিনোদনের পাশাপাশি এখানে বেশ কিছু মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।

About The Author

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours