অনলাইন ডেস্ক॥
ব্রাহ্মণবাড়িয়ায় আসামি ধরতে সাদা পোশাকে অভিযান চালানোর সময় এক নারীকে লক্ষ্য করে পিস্তল তাক করার ঘটনায় আদালতে অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তিন দিন পর সোমবার বন্যা বেগম নামের ওই ভুক্তভোগী এ অভিযোগ দায়ের করেন। তবে আদালতে মামলাটি নথিভক্ত হয়নি। বাদীপক্ষের আইনজীবী শওকত আলী সাংবাদিকদের জানান, মামলায় পুলিশ কর্মকর্তা মো. রেজাউল করিমসহ তার আট সহকর্মীকে আসামি করা হয়। তবে সহকর্মীদের নাম উল্লেখ করা হয়নি। মামলায় বন্যা বেগমের স্বামীর বিরুদ্ধে দায়ের করা মামলার বাদীপক্ষের কয়েকজনকেও আসামি করা হয়েছে। মূল আসামি হলেন এনামুল কবীর, যিনি পুলিশকে সঙ্গে নিয়ে এসে এ ঘটনা ঘটান। তিনি আরো জানান, সোমবার (১৩ মে) বেলা ১১টার দিকে মামলার কপি আদালতে জমা দেওয়া হয়। তবে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত (দ্রুত বিচার আইন) এ বিষয়ে কোনো আদেশ দেননি কিংবা শুনানি বিষয়েও কিছু বলেননি। মামলাটি নথিভুক্ত হয়নি। এদিকে এ ঘটনায় গঠিত তদন্ত কমিটির তদন্ত কার্যক্রম চলমান। অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মো. জয়নাল আবেদীনকে প্রধান করে গঠিত তদন্ত কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়। মঙ্গলবার প্রতিবেদন জমা দেওয়ার কথা।
+ There are no comments
Add yours