অনলাইন ডেস্ক॥
ব্রাহ্মণবাড়িয়ায় আসামিকে না পেয়ে তার স্ত্রীর মাথায় পিস্তল তাক করার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এছাড়া আসামি ধরতে সাদা পোশাকে অভিযান চালানোর সময় নারী ও শিশুকে মারধর করার অভিযোগ উঠেছে পুলিশের গোয়েন্দা সদস্যের বিরুদ্ধে। শুক্রবার সদর উপজেলার থলিয়ারা গ্রামে এ ঘটনায় গঠিত তদন্ত কমিটি রোববার তদন্ত কার্যক্রম শুরু করেছে। অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মো. জয়নাল আবেদীনকে প্রধান করে গঠিত তদন্ত কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়।
তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের বলেন, তদন্ত করার চিঠি পেয়ে কার্যক্রম শুরু করা হয়েছে। তিন কার্যদিবসের মধ্যে তদন্ত করে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে। আমি ইতোমধ্যে ডিবির এসআই ও কনস্টেবলের সঙ্গে কথা বলেছি। পরবর্তীতে ঘটনাস্থলও পরিদর্শন করব।
পুলিশ সুপার মো. শাখাওয়াত হোসেন সাংবাদিকদের বলেন, ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কোনো অফিসার যদি আসামি ধরতে গিয়ে অসৌজন্যমূলক আচরণ করেন তাহলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
+ There are no comments
Add yours