স্টাফ রিপোর্টার॥
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা পরিষদের নির্বাচনে উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ শের আলম ও নাসিরনগর উপজেলা পরিষদের নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রোমা আক্তার বিজয়ী হয়েছেন। ভোট গননা শেষে জেলা পুলিশের একটি নির্ভরযোগ্য একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছেন। এদিকে জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম ফলাফলের তথ্যটি বুধবার রাতে নিশ্চিত করেন যা গণমাধ্যমের অনলাইনে প্রকাশিত হয়েছে।
সরাইল উপজেলা পরিষদের নির্বাচনে উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ শের আলম মোটর সাইকেল প্রতিক নিয়ে ৩৯ হাজার ৩০৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ও উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান মোঃ রফিক উদ্দিন ঠাকুর ঘোড়া প্রতিক নিয়ে পেয়েছেন ২৮ হাজার ৮৩৪ ভোট।
অপরদিকে নাসিরনগর উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রোমা আক্তার ঘোড়া প্রতিক নিয়ে ৩৪ হাজার ০১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ওমরাও খান (আনারস প্রতিক) পেয়েছেন ১৮ হাজার ৩৮০ ভোট।
+ There are no comments
Add yours