অনলাইন ডেস্ক॥
নতুন এক প্রাণঘাতি ভাইরাসের ভয়ে কাঁপছে পুরো আমেরিকা। আর তার ঢেউ কানাডার আশেপাশেও ছড়িয়ে পড়ার আশঙ্কার কথা বলছে গবেষকরা। নতুন এই ভাইরাসটির নাম জম্বি ভাইরাস। ইতোমধ্যেই হরিণের মাঝে এটি দেখা গেছে। বলা হচ্ছে আক্রান্ত হরিণের মস্তিষ্ক দুর্বল হয়ে পড়ে। ফলে সেটি স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারে না। সে দুর্বল হয়ে পড়ে। দল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ে এই প্রাণিটি। আর এখনও পর্যন্ত এর কোনো প্রতিকার পাওয়া যায়নি বলে গবেষকরা এটিকে প্রাণঘাতি হিসেবে আখ্যা দিয়েছেন। এদিকে এই নতুন ভাইরাসে আক্রান্তরা জম্বির মতো ধীরে ধীরে চলে যার ফলে এই ভাইরাসটির নাম দেওয়া হয়েছে জম্বি ভাইরাস। আমেরিকান গবেষকরা বলছে, এই নতুন ভাইরাসটি করোনার চেয়ে অনেক বেশি শক্তিশালী ও দ্রুতগতিতে ছড়িয়ে পড়তে পারে। পশু থেকে যেকোনো সময় মানুষের মাঝে ছড়িয়ে পড়তে পারে। জম্বি ডিয়ার ডিজিস নামে পরিচিত এই ভাইরাসটি খুব দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন গবেষকরা। বিশেষজ্ঞরা চিন্তিত এজন্য যে, এই রোগটি মানুষ ও প্রাণির মস্তিষ্ক আঘাত করে। ফলে মানুষ ও প্রাণিদের জন্য এটি অনেক ক্ষতির কারণ গতে পারে। তবে আশার কথা হচ্ছে এখনো পর্যন্ত পশু ছাড়া কোনো মানুষ এই রোগে আক্রান্ত হয়নি।
+ There are no comments
Add yours