বান্ধবীর খোঁজে বিজ্ঞাপন

Spread the love

অনলাইন ডেস্ক॥

আল গিলবার্টি, বয়স তার ৭০। তবে বেশ কয়েক বছর ধরে তিনি একাকিত্ব বা নিঃসঙ্গ জীবন যাপন করছেন। কারণ কোনো বউ বা প্রেমিকা নেই মার্কিন এই নাগরিকটির।
জানা যায়, বছরের পর বছর এভাবে একা থাকতে থাকতে হাঁপিয়ে উঠেছেন গিলবার্টি। আর এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে চাচ্ছেন তিনি। এবং তার একাকিত্ব দূর করতে একজন বান্ধবীর খোঁজে আছেন, যাকে তিনি বিয়ে করতে চান।
উপযুক্ত সঙ্গী খুঁজে পেতে গিলবার্টি একটি অভিনব কাজ করেছেন। তিনি একটি বড় বিলবোর্ডে বিজ্ঞাপন দিয়েছেন। যার খরচ সপ্তাহে ৪০০ মার্কিন ডলার আর বাংলাদেশি মুদ্রায় হিসাব করলে দাঁড়ায় ৪৩ হাজার টাকারও বেশি।
বিলবোর্ডটি যুক্তরাষ্ট্রের টেক্সাসে রয়েছে। বিলবোর্ডে বিজ্ঞাপন দিয়ে গিলবার্টি ভালো সাড়া পাচ্ছেন।
নিউইয়র্ক পোস্টের খবরে বলা হয়, গিলবার্টি মাত্র ২ সপ্তাহে ৪০০টির বেশি ফোনকল পেয়েছেন। এ ছাড়া তিনি প্রায় ৫০টি ই–মেইল পেয়েছেন।
২০ ফুটের বিলবোর্ডটিতে গিলবার্টির একটি ছবি আছে। বিলবোর্ডে কিছু বার্তা লেখা আছে। যার মূল কথা হলো গিলবার্টি একজন একাকী পুরুষ। তিনি অন্যত্র যেতেও রাজি। তিনি বিয়ের জন্য একজন নারীর খোঁজে আছেন।
গিলবার্টি আগে বিয়ে করেছিলেন। তিনি এক সন্তানের বাবা। তবে তার ভাষ্যমতে, তিনি ২০১৫ সাল থেকে ‘সিঙ্গেল’।
গিলবার্টির ভাষ্য, বিজ্ঞাপন দেওয়ার পর তিনি যাদের কাছ থেকে ফোনকল পেয়েছেন, তাদের বেশির ভাগই তাকে ধনী ভাবছেন। তারা আসলে তার ‘অর্থ’ চান।
তবে গিলবার্টির আশা, তিনি শিগগিরই তার জন্য সঠিক মানুষটিকে খুঁজে পাবেন। শিগগিরই তার সঙ্গে দেখা হবে। তবে সেই মানুষটি এখনো তাকে ফোন করেননি।
গিলবার্টির ভাষ্য, তিনি যাকে খুঁজছেন, তার মধ্যে ৩টি বিষয় থাকা চাই। আনুগত্য, সততা ও আন্তরিকতা। এই ৩ বিষয়ে কোনো ছাড় দিতে রাজি নন তিনি।
গিলবার্টি বলেন, উপযুক্ত মানুষটির জন্য তিনি যুক্তরাষ্ট্রের যেকোনো জায়গায় গিয়ে বসবাস করতে রাজি। তিনি যদি তার স্বপ্নের সঙ্গীকে খুঁজে পান, তাহলে যুক্তরাজ্যে যেতেও তার আপত্তি নেই।
কর্মজীবনে ব্র্যান্ড প্রমোটার ছিলেন গিলবার্টি। এখন তিনি অবসরজীবন কাটাচ্ছেন। নিজের সম্পর্কে গিলবার্টি বলেন, তার অবসরের আয় আছে। তিনি শারীরিকভাবে ভালো অবস্থায় আছেন। তিনি তার বয়সের দিকে তাকান না। তিনি খোলা মনের মানুষ। তিনি একজন ভালো শ্রোতা।

গিলবার্টি তার আগের স্ত্রী সম্পর্কে বলেন, তিনি তার চেয়ে ২৬ বছরের ছোট ছিলেন। তাই এখন তার সম্ভাব্য সঙ্গী যদি বয়সে ছোট হয়, তাহলে কোনো সমস্যা নেই।

About The Author

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours