দেশে চলছে গ্রীষ্মকাল। বৈশাখের তীব্র দাবদাহ আর গরমে অতিষ্ঠ দেশের মানুষ। এ তীব্র গরমে ছেলে-বুড়ো সকলেরই নাভিশ্বাস অবস্থা। অনেকেই তীব্র গরমে অসুস্থ হয়ে পড়ছেন। তাই এ সময় সুস্থ থাকতে বেশ কিছু কাজ করা উচিৎ।
তীব্র গরমে সবচেয়ে বেশি ঝুঁকিতে আছেন হৃদরোগীরা। যাদের হৃদরোগ আছে তাদের সবচেয়ে বেশি সাবধানতা অবলম্বন করতে হবে। কোনো অবস্থাতেই যেন শরীরে পানির অভাব যেন না দেখা দেয়। বারবার পানি খেতে হবে। এমনকি পিপাসা অনুভব করার জন্য দেরী করা যাবে না।
এছাড়া গরমের সময়ে সুস্থ থাকতে চাইলে মাংস খাওয়া বন্ধ করতে হবে। ডিম খাওয়া যথাসম্ভব কমাতে হবে। আগের তুলনায় অন্তত অর্ধেক কমানো উচিৎ। তবে মাছ খাওয়া যেতে পারে। ফল ও শাকসবজি খাওয়া বাড়াতে হবে। বিশেষ করে মৌসুমি ফল ও পানি বেশি করে খেতে হবে।
তীব্র গরমে সুস্থ থাকতে এসবের বাইরে বিশেষজ্ঞরা সরাসরি দিনের সূর্যের আলো বা তাপে বাইরে যেতেও মানা করেছেন। বিশেষ করে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বাইরে না থাকা উত্তম। এ সময় সূর্যের অতিবেগুনী রশ্মির সঙ্গে ধুলাবালি মিশে শ্বাসপ্রশ্বাসের সমস্যা তৈরি করে।
এই দাবদাহে সুস্থ থাকতে এ সকল পদ্ধতি অনুসরণ করলে মোটামুটি সুস্থ থাকা যাবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
+ There are no comments
Add yours