স্টাফ রিপোর্টার ॥ আগামী মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ায় সম্প্রীতির আবৃত্তি সন্ধ্যা অনুষ্ঠিত হবে। দুই দশকের জনপ্রিয় আবৃত্তি শিক্ষা প্রতিষ্ঠান তিতাস আবৃত্তি সংগঠনের আয়োজনে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্তরে ওইদিন সন্ধ্যা সাড়ে ছটায় অনুষ্ঠিতব্য এই আবৃত্তি সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। তিতাস আবৃত্তি সংগঠনের ২০ বছর পূর্তি উৎসবের দ্বিতীয় পর্বের এই অনুষ্ঠিানে সভাপতিত্ব করবেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন। স্বাগত বক্তব্য রাখবেন তিতাস আবৃত্তি সংগঠনের পরিচালক দুই বাংলার জনপ্রিয় বাচিকশিল্পী মো. মনির হোসেন। উদ্বোধন করবেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি মণ্ডলীর সদস্য মোকাদ্দেস বাবুল ও ইকবাল হোসেন জাফর। আমন্ত্রিত আবৃত্তি শিল্পী হিসেবে পরিবেশনায় অংশ নেবেন ভারত থেকে আগত বিপ্লব চক্রবর্তী, চন্দ্রিকা বন্দোপাধ্যায়, দীপক সাহা, সত্যজিত চৌধুরী প্রমুখ। বাংলাদেশ থেকে অংশগ্রহণ করবেন কাজী মাহতাব সুমন, রাশেদ হাসান, শিরিন ইসলাম, শামস মিঠু, সৈয়দ ফয়সাল আহমেদ। অনুষ্ঠান উপভোগ করার জন্য আবৃত্তিপ্রিয় মানুষদের তিতাস আবৃত্তি সংগঠনের সহকারী পরিচালক উত্তম কুমার দাস ও সুজন সরকার আমন্ত্রণ জানিয়েছেন।
+ There are no comments
Add yours